প্রিয়জন গ্রাহকদের স্বাস্থ্যসেবায় ১৫ শতাংশ ছাড় দিচ্ছে বাংলালিংক

২ জুন, ২০২০ ১০:৩৫  
বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক প্রিয়জন গ্রাহকদের ১৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টে প্রাভা হেলথ-এর বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ দিচ্ছে। ভিডিও ও টেলি কনসালটেশন, প্যাথোলজিক্যাল ও ইমেজিং টেস্টের জন্য বাড়িতে এসে স্যাম্পল সংগ্রহ এবং পারিবারিক চিকিৎসকের প্রথম ভিজিটের উপর ১৫ শতাংশ মূল্য ছাড় পাবেন প্রিয়জন গ্রাহকরা। এছাড়া প্রাভা হেলথ-এর বার্ষিক হেলথ চেকআপের উপর তাদের জন্য থাকছে ৫ শতাংশ মূল্য ছাড়। ডিসকাউন্ট পেতে প্রিয়জন গ্রাহকদের 'BLPV' টাইপ করে এসএমএস করতে হবে 2012 নম্বরে। ফিরতি এসএমএসে আসা ভিডিও কনসালটেশনের লিঙ্কটি ব্যবহার করে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সেবা গ্রহণ ও এর মূল্য পরিশোধ করা যাবে।  আগামী ৩১ মে পর্যন্ত এই সুবিধা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন  বাংলালিংক-এর হেড অব ইন্টারনেট অ্যান্ড হাই ভ্যালু সেগমেন্ট রফিক আহমেদ।